আধ [ ādha ] বিণ.
১. অর্ধেক, অর্ধ (আধ কেজি চাল);
২. আংশিক (আধময়লা)।
[সং. অর্ধ]।
আধোআধো–বিণ. অসম্পূর্ণ; অপরিস্ফুট (আধোআধো ভাব, আধোআধো বুলি)।
আধোআধোপনা–(ব্যঙ্গে) বি. শিশুসুলভ ব্যবহার।
আধকপালি, আধকপালে–বিণ. অর্ধেক বা আংশিক কপাল জুড়ে আছে এমন।
বি. ওইরকম মাথাধরা রোগ।
আধখেঁচড়া , আধাখেঁচড়া–বিণ. অসম্পূর্ণ; বিশৃঙ্খলা।
আধপাকা–বিণ. আংশিক পাকা।
আধপাগলা–বিণ. পাগলাটে; পাগল নয় অথচ পাগলের মতো হাবভাববিশিষ্ট।
আধপেটা–বিণ. পেটের অর্ধাঁশ মাত্র ভরে এমন (আধপেটা খাবার)।
ক্রি-বিণ. পেটের অর্ধেক ভরে বা অর্ধেক ক্ষুধা মেটে এমনভাবে (দিনের পর দিন আধপেটা খেয়ে)।
আধবয়সী, আধাবয়সী–বিণ. মাঝবয়সী, মধ্যবয়সী; প্রৌঢ়।
আধবুড়ো–বি.বিণ প্রায় বুড়ো (একটা আধবুড়োর সঙ্গে/আধবুড়ো লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে)।
স্ত্রী. আধবুড়ি।
আধমনি, আধমণি–বিণ. আধ মন ওজনবিশিষ্ট; আধ মন ওজনের খাবার খায় এমন (আধমনি কৈলাস)।
আধমরা–বিণ. মৃতপ্রায়, অর্ধমৃত।
আধসিদ্ধ–বিণ. অর্ধেক সিদ্ধ হয়েছে এমন (আধসিদ্ধ ডিম)।
Leave a Reply