আদি [ ādi ] বি.
১. আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি (‘নাহি তুঁয়া আদি অবসানা’: বিদ্যা); উত্পত্তিস্হান; (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)।
২. প্রথম (আদি কবি); মূল (আদি বাসস্হান)।
[সং. আ + √ দা + ই]।
আদিঅকৃত্রিম–বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত।
আদিকবি–বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি।
আদিকান্ড–বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়।
আদিকাব্য–বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ।
আদিকারণ–বি. ১. মূল কারণ; ২. পরমব্রহ্ম।
আদিকাল–বি. প্রাচীন কাল।
আদিদেব–বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব।
আদিনাথ–বি. ঈশ্বর; মহাদেব।
আদিপুরাণ–বি. ব্রহ্মপুরাণ।
আদিপুরুষ–বি. বংশের প্রথম পুরুষ।
আদিবাসী (-সিন্)–বি. আদিম অধিবাসী বা জাতি।
আদিভূত–বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ।
স্ত্রী. আদিভূতা।
আদিরস–বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস।
আদিরসাত্মক–বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক।
আদিরূপ–বি. মূল আদর্শ, archetype.
Leave a Reply