আড়ত [ āḍta ] বি. গোলা, কেনা-বেচার কেন্দ্র, depot (কয়লার আড়ত)।
[তু. হি. আঢত্]।
আড়তদার–বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে।
আড়তদারি–বি. আড়তদারের কাজ বা পেশা।
বিণ. আড়তদারসংক্রান্ত বা আড়তদারের পেশাসংক্রান্ত।
Leave a Reply