আট [ āţa ] বি. বিণ. আট (৮) সংখ্যা; আটসংখ্যক।
[সং. অষ্ট]।
আটই–বি. মাসের ৮ তারিখ।
বিণ. মাসের ৮ তারিখের বা ৮ তারিখসংক্রান্ত।
আটকড়াইয়া, আটকৌড়ে–বি. শিশুর জন্মের অষ্টম দিনে আটরকম কড়াইভাজার জলপান বিতরণের সংস্কার।
আটকপালিয়া, আটকপালে–বিণ. হতভাগ্য, খারাপ কপালবিশিষ্ট।
স্ত্রী. আটকপালি।
আটখানা করা–ক্রি. বি. খণ্ড খণ্ড বা টুকরো টুকরো করা।
আটখানা হওয়া–ক্রি. বি. আনন্দে অধীর হওয়া।
আটঘাট–বি. চার দিক; সমস্ত পথ বা উপায় (আটঘাট বেঁধে কাজ করা)।
আটঘাট বেঁধে চলা–ক্রি. বি. সমস্ত দিক সামলে চলা।
আটচল্লিশ–বি. বিণ. ৪৮ সংখ্যা বা ৪৮ সংখ্যক।
আটচালা–বি. আটটি চালা বা চালবিশিষ্ট ঘর বা মণ্ডপ।
আটত্রিশ–বি. বিণ. ৩৮ সংখ্যা বা ৩৮ সংখ্যক।
আটপহর, আটপর–আটপ্রহর-এর কথ্য রূপ।
আটপিঠা, আটপিঠে–বিণ.
১. আটটি পৃষ্ঠ বা তলযুক্ত;
২. সবরকমের কাজে দক্ষতা আছে এমন।
আটপৌরে–বিণ. অষ্ট প্রহর অর্থাত্ সর্বদাব্যবহার করা যায় এমন (আটপৌরে পোশাক পরেই বেরিয়ে এলাম)।
আটপ্রহর–বি. ক্রি-বিণ. সমস্ত দিন ও রাত্রি (ধরে)।
আটষষ্টি–বি. বিণ. ৬৮ সংখ্যা; ৬৮ সংখ্যক।
Leave a Reply