আজ [ āja ] অব্য. ক্রি-বিণ. এই দিনে, অদ্য (আজ সেখানে যাব)।
বি.
১. এই দিন, অদ্যকার দিন (আজ শুভ দিন);
২. বর্তমান কাল।
[প্রাকৃ. অজ্জ]।
আজকার, আজকের–বিণ. এই দিনের, বর্তমান দিনের, অদ্যকার।
আজকাল–অব্য. ক্রি-বিণ. বর্তমানে, এখন, অধুনা।
আজকে–অব্য. ক্রি-বিণ. আজ, বর্তমান দিনে, এই দিনে (আজকে আমি যাব না)।
আজ কাল করা–ক্রি. অযথা দেরি বা গড়িমসি করা।
আজ নয় কাল–বি. অযথা দেরি, অযথা গড়িমসি, দীর্ঘসূত্রতা।
আজ বাদে কাল–বি. ক্রি. বিণ. শীঘ্রই (আজ বাদে কাল পরীক্ষা, এখনও সময় নষ্ট করছ?)।
Leave a Reply