আচ্ছাদক [ ācchādaka ] বিণ. আবৃত করে এমন; আচ্ছাদনকারী।
বি. যা দিয়ে আচ্ছাদন করা হয়।
[সং. আ + √ ছদ্ + ণিচ্ + অক]।
আচ্ছাদ, আচ্ছাদন–বি.
১. আবরণ;
২. ঢাকনি; ছাউনি;
৩. পরিধেয় বস্ত্র (গ্রাসাচ্ছাদন)।
আচ্ছাদনীয়, আচ্ছাদ্য–বিণ. আচ্ছাদনের যোগ্য।
আচ্ছাদা–ক্রি. আচ্ছাদন করা।
আচ্ছাদিত–বিণ. আচ্ছাদন করা হয়েছে এমন।
আচ্ছাদনী–বি. আবরণী, আচ্ছাদক; ঢাকনি।
Leave a Reply