আচ্ছন্ন [ ācchanna ] বিণ.
১. আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত;
২. অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে);
৩. অভিভূত (শোকাচ্ছন্ন)।
[সং. আ + √ ছদ্ + ত]।
বি. আচ্ছন্নতা।
আচ্ছন্নদৃষ্টি–বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়।
Leave a Reply