আচরণ [ ācaraņa ] বি. ১. ব্যবহার, চালচলন; ২. পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)।
[সং. আ + √ চর্ + অন]।
আচরণবিধি–বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি।
আচরণীয়–বিণ.
১. আচরণের যোগ্য; ব্যবহার্য;
২. অনুষ্ঠান বা পালন করার যোগ্য।
আচরিত–বিণ. আচরণ করা হয়েছে এমন।
Leave a Reply