আগ্নেয় [ āgnēỷa ] বিণ.
১. আগুনসম্বন্ধীয়;
২. অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি);
৩. আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র);
৪. আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)।
[সং. অগ্নি + এয়]।
আগ্নেয়গিরি–বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano.
আগ্নেয়াস্ত্র–বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র।
Leave a Reply