আগে [ āgē ] ক্রি-বিণ.
১. প্রথমে, পূর্বে;
২. সামনে।
[সং. অগ্রে]।
আগেকার–বিণ. প্রথমের, পূর্বের; অতীতের (আগেকার দিনে)।
আগে আগে–ক্রি-বিণ. সামনে (তার ছেলেটি আগে আগে চলেছে)।
আগেপাছে–ক্রি-বিণ. সামনে ও পিছনে।
আগেপাছে করা–ক্রি. ইতস্তত করা।
আগেভাগে–ক্রি-বিণ. সবার আগে, আগে থেকে (আগেভাগে খবর দিয়ো)।
Leave a Reply