আগু [ āgu ] বি.
১. প্রথম; পূর্ব (আগু থেকে);
২. গোড়া, সামনের দিক (আগুপিছু)।
বিণ. অগ্রবর্তী; সামনে বা আগে রয়েছে এমন।
ক্রি-বিণ. আগে, প্রথমে (‘আগুগিয়া রাবণের গলে দিব ফাঁস’: কৃত্তি)।
[সং. অগ্র]।
আগুতে–ক্রি-বিণ. প্রথমে, আগে।
আগুপাছ, আগুপিছু–ক্রি-বিণ.
১. অগ্রপশ্চাত্, ভূত-ভবিষ্যত্ (আগুপিছু বিবেচনা করা);
২. ইতস্তত (আগুপিছু করা)।
আগুবাড়া–আগবাড়া দ্রঃ।
আগুয়ান, আগুসার–বিণ. এগিয়ে আছে এমন, অগ্রসর, অগ্রবর্তী।
Leave a Reply