আখ্যা [ ākhyā ] বি. সংজ্ঞা, নাম; উপাধি।
[সং. আ + √ খ্যা + অ + (স্ত্রী) আ]।
আখ্যাতা–বিণ. সংজ্ঞাপ্রাপ্ত; কথিত, পরিচিত; ব্যাখ্যাত।
আখ্যান [ ākhyāna ] বি. কাহিনী, গল্প; ইতিহাস।
আখ্যায়ক–বি. কথক; প্রচারক।
আখ্যায়িকা–বি. কাহিনী।
আখ্যায়ী (-য়িন্)–বিণ. বর্ণনাকারী, কথক।
আখ্যেয়–বিণ. আখ্যাযুক্ত, নামবিশিষ্ট; কথনীয়।
Leave a Reply