আখের, আখির [ ākhēra, ākhira ] বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি।
[আ. আখীর্]।
আখেরি–বিণ. অন্তিম, শেষের।
আখেরি চাহার শুম্বা–শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)।
আখেরিজমানা–বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)।
আখেরে–ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে।
Leave a Reply