আক্রম [ ākrama ] বি.
১. আক্রমণ;
২. বলপূর্বক অতিক্রম;
৩. বিক্রম;
৪. উদয়।
[সং. আ + √ ক্রম্ + অ]।
আক্রমণ–বি.
১. অন্যের প্রতি বলপ্রয়োগ;
২. অধিকার বা জয় করার জন্য হানা; হামলা;
৩. গ্রাস (রোগের আক্রমণ)।
আক্রমণীয়–বিণ. আক্রমণের যোগ্য।
আক্রান্ত–বিণ.
১. আক্রমণ করা হয়েছে এমন;
২. আক্রমণের বিষয়ীভূত;
৩. আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ);
৪. আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)।
Leave a Reply