আকাশ [ ākāśa ] বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য।
[সং. আ + √ কাশ্ + অ]।
আকাশকুসুম–বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা।
আকাশগঙ্গা–বি. ১. ছায়াপথ, milky way ২. স্বর্গগঙ্গা, মন্দাকিনী।
আকাশচারী (-রিন্)–বিণশূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী।
স্ত্রী. আকাশচারিণী।
আকাশচুম্বী (-ম্বিন্)–বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু।
আকাশছোঁয়া–বিণ. আকাশ স্পর্শ করে এমন।
আকাশজাত–বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন।
আকাশদীপ, আকাশপ্রদীপ–বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়।
আকাশপট–বি. আকাশের আঙিনা।
আকাশপথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ।
আকাশপাতাল–বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)।
ক্রি-বিণ. ১. স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; ২. সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)।
আকাশবাণী–বি. ১. দৈববাণী; ২. বেতারবাণী, radio.
আকাশমণ্ডল–বি. নভোমণ্ডল।
আকাশযান–বি. উড়োজাহাজ, এরোপ্লেন।
আকাশস্হ–বিণ. আকাশে অবস্হিত; আকাশের।
আকাশ থেকে পড়া–ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা।
আকাশ ধরা–ক্রি. বি. বৃষ্টি বন্ধ হওয়া।
আকাশে তোলা–ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা।
মাথায় আকাশ ভেঙে পড়া–ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া।
Leave a Reply