আ-কার, আকার১ [ ā-kāra, ākāra ] বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে ‘আ’ অক্ষর বা ধ্বনির যোগ।
আকার২ [ ākāra ] বি.
১. আকৃতি, চেহারা;
২. গঠন;
৩. প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা);
৪. মূর্তি (আদর্শকে আকার দেওয়া)।
[সং. আ + √ কৃ + অ]।
আকারইঙ্গিত, আকারপ্রকার–বি. ভাবভঙ্গি।
আকারমাত্রিক–বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)।
Leave a Reply