আকর্ণ [ ākarņa ] ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)।
[সং. আ + কর্ণ]।
আকর্ণনয়ন, আকর্ণলোচন–বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার।
আকর্ণবিস্তৃত–কান পর্যন্ত বিস্তৃত।
আকর্ণবিস্তৃত হাসি–সারা মুখে ছড়িয়ে যায় এমন হাসি, যে হাসিতে ঠোঁটের দুই প্রান্ত প্রায় কান স্পর্শ করে।
Leave a Reply