আঁস্তাকুড়, আঁস্তাকুঁড় [ ām̐stā-kuḍ, ām̐stā-kun̐ḍ ] বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান।
[দেশি]।
আঁস্তাকুড়ের পাতা–১. যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; ২. আবর্জনা; ৩. (আল.) হেয় ব্যক্তি।
আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না–হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না।
Leave a Reply