আঁশ [ ām̐śa ] বি. ১. সুতোর মতো সুক্ষ্ম অংশ, রোঁয়া, তন্তু; গাছ-লতা-ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু;
২. মাছের গায়ের শল্ক; scales. [সং. অংশু]।
আঁশটে–বিণ. মাছের গায়ের গন্ধযুক্ত।
আঁশফল [ ām̐śa-phala ] বি. লিচুজাতীয় ছোট ফলবিশেষ। [দেশি]।
আঁশানো [ ām̐śānō ] ক্রি.
১. চিনি গুড় প্রভৃতির রসে জ্বাল দেওয়া (পিঠে আঁশানো, সে এখন পিঠে আঁশাচ্ছে);
২. একটু শুকিয়ে নেওয়া (রোদে আঁশানো)।
বিণ. বি. উক্ত অর্থে
[বাং. √ আঁশা (সং. অংশু) + আনো]।
আঁশালো [ ām̐śālō ] বিণ. আঁশযুক্ত, আঁশবহুল (আঁশালো ফল)।
[বাং. আঁশ + আলো]।
Leave a Reply