আঁটি১, আটি [ ān̐ţi, āţi ] বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)।
[দেশি]।
বোঝার উপর শাকের আঁটি–প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়।
আঁটি২, আঁঠি [ ān̐ţi, ān̐ţhi ] বি. ফলের ভিতরের বড় বীজ, বীচি (আমের আঁটি)।
[সং. অস্হি]।
আঁটি চোষা–ক্রি. বি. (আল.) সার জিনিস বা খাঁটি জিনিস থেকে বঞ্চিত হওয়া।
Leave a Reply