আঁট [ ān̐ţa ] বি.
১. টান, দৃঢতা (বাঁধনের আঁট);
২. বাঁধুনি (কথার বেশ আঁট আছে);
৩. সংযম (মুখের আঁট নেই)।
বিণ.
১. দৃঢ (বাঁধন আঁট করা);
২. টানটান, মাপে একটু ছোট টাইট, tight (জামাটা খুব আঁট হয়েছে)।
[সং. অট্ট]।
আঁটসাঁট–বিণ. ঢিলে নয় এমন (আঁটসাঁট পোশাক)।
Leave a Reply