আওয়াজ [ āōỷāja ] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan.
[ফা. আওয়াজ]।
আওয়াজ তোলা–ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া।
আওয়াজ দেওয়া–ক্রি. বি.
১. ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা;
২. বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা;
৩. সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)।
Leave a Reply