আউল১ [ āula1 ] বি. সহজিয়া সাধক (তু.বাউল); দৈবশক্তিসম্পন্ন ব্যক্তি। [আ. বলি]।
আউলিয়া–বি. আউল সম্প্রদায়ের লোক; দরবেশ, ফকির।
[আ. বলিয়া, ওয়ালিয়া]।
আউল২, আউলা [ āula2, āulā ] বিণ. এলোমেলো, আলুলায়িত, আলুথালু।
[সং. আকুত, প্রাকৃ. আউল]।
আউলাঝাউলা–বিণ. এলোমেলো ও অপরিচ্ছন্ন, ঢিলেঢালা ও নোংরা।
আউলানো–ক্রি. এলোমেলো করা, আলুলায়িত করা (চুল আউলে রোদে শুয়ে আছে)।
বি. এলোমেলো করা (যখন-তখন চুল আউলানো ভালো নয়)।
বিণ. এলোমেলো।
Leave a Reply