অহিত [ ahita ] বি. হিত বা মঙ্গলের অভাব, অমঙ্গল; ক্ষতি (হিতাহিত জ্ঞান)।
[সং. ন + হিত]।
অহিতকর–বিণ. ক্ষতিকর, অপকারী।
অহিতকামী (-মিন্)–বিণ. অমঙ্গল কামনা করে এমন।
অহিতকারী (-রিন্)–বিণ. অপকার করে এমন, ক্ষতি করে এমন।
অহিতাচরণ, অহিতাচার–বি. অনিষ্টসাধন।
Leave a Reply