অস্ত [ asta ] বি.
১. কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল;
২. (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া;
৩. শেষ, অবসান।
[সং. √ অস্ + ত]।
অস্তগত–বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব।
অস্তগমন–বি. অস্তে যাওয়া।
অস্তগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন।
অস্তগিরি, অস্তাচল–বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ।
অস্তঅস্তাচলগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন।
অস্তমন–বি. অস্ত যাওয়া।
অস্তমান–(অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন।
অস্তমিত–বিণ. অস্তে গেছে এমন।
অস্তায়মান–বিণ. অস্তে যাচ্ছে এমন।
Leave a Reply