অসাধ্য [ asādhya ] বিণ.
১. সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত;
২. প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)।
[সং. ন + সাধ্য]।
অসাধ্যসাধন–বি. অসম্ভবকে সম্ভব করা।
শিবের অসাধ্য–একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না।
Leave a Reply