অসম [ asama ] বিণ.
১. সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম;
২. অসমতল; উঁচু-নিচু।
[সং. ন + সম]।
বি. অসমতা।
অসমদর্শী (-র্শিন্)–বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো।
বি. অসমদর্শিতা।
অসমসাহস–বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব।
অসমসাহসিক, অসমসাহসী (-সিন্)–বিণ. দুঃসাহসী, নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।
Leave a Reply