অশ্ম–বি.
১. শিলা, প্রস্তর, পাথর;
২. শিলাজতু, bitumen;
৩. পর্বত।
[সং. √ অশ্ + মন্]।
অশ্মক–বি.
১. দক্ষিণ ভারতের প্রাচীন জাতিবিশেষ;
২. দক্ষিণ ভারতের প্রাচীন দেশ।
অশ্মজ–বিণ. পাহাড়ে জাত বা উত্পন্ন।
বি. লোহা।
অশ্মমন্ডল–বি. পৃথিবীর প্রস্তরময় স্তর, lithosphere (বি. প.)।
অশ্মর–বিণ. প্রস্তরময়, পাথুরে।
অশ্মরী–বি. পাথুরিরোগ।
অশ্বীভবন–বি. পাথরে পরিণত হওয়া।
অশ্বীভূত–বিণ. পাথরে পরিণত, শিলীভূত, fossilized.
Leave a Reply