অলক্ষ্মী [ alakşmī ] বি.
১. দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মী দেবী, যে দেবী দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী;
২. দুর্ভাগ্যের জন্য দায়ী নারী;
৩. গৃহকর্মে অনিপুণা ও স্বভাবে অগোছালো স্ত্রীলোক।
[সং. ন + লক্ষ্মী]।
অলক্ষ্মীতে পাওয়া–ক্রমাগত দুর্দশাগ্রস্ত হওয়া (গোটা পরিবারটাকেই যেন অলক্ষ্মীতে পেয়েছে)।
অলক্ষ্মীর দশা–বি. শ্রীহীনতা; দারিদ্র।
অলক্ষ্মীর দৃষ্টি–বি. অভাব-অনটন, দারিদ্র; দুর্ভাগ্য।
Leave a Reply