অর্পণ [ arpaņa ] বি.
১. দান, দেওয়া (এই ধন তোমাকেই অর্পণ করলাম);
২. স্হাপন;
৩. ন্যাস; ন্যস্ত করা (দায়িত্ব অর্পণ, ভারার্পণ)।
[সং. √ অর্পি + অন]।
অর্পিত–বিণ. দেওয়া হয়েছে বা ন্যস্ত করা হয়েছে এমন।
স্ত্রী. অর্পিতা।
অর্পণীয়–বিণ. অর্পণ করার যোগ্য।
অর্পয়িতা (-তৃ)–বি. বিণ. অর্পণকারী।
স্ত্রী. অর্পয়িত্রী।
Leave a Reply