অর্ধ [ ardha ] বি.
১. সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ);
২. দুই ভাগের যেকোনো এক ভাগ।
বিণ. বিণ.বিণ.
১. আধা, আধাআধি (অর্ধাংশ);
২. দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ);
৩. অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)।
ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)।
[সং. √ ঋধ্ + অ]।
অর্ধকথন–বি. অসম্পূর্ণ কথা।
অর্ধকথিত–বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন।
অর্ধকৃত–বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন।
অর্ধগ্রাস–বি. আংশিক গ্রাস।
অর্ধচন্দ্র–বি.
১. চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ;
২. (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)।
অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকৃতি–বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট।
অর্ধদিবস–বি.
১. অর্ধেক দিন; দুই প্রহর;
২. মধ্যাহ্ন;
৩. এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর।
অর্ধনারীশ্বর–বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি।
অর্ধনিমীলিত–বিণ. আধবোজা।
অর্ধনির্মিত–বিণ. আংশিক তৈরি হয়েছে এমন।
অর্ধপথ–বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)।
অর্ধপরিস্ফুট–বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট।
অর্ধবয়স্ক–বিণ. মাঝবয়সী; প্রৌঢ।
অর্ধভাগ–বি. অর্ধেক।
অর্ধমাত্রা–বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক।
অর্ধমৃত–বিণ. আধমরা।
অর্ধরাত্র–বি. মাঝরাত।
অর্ধশত–বি. একশোর অর্ধেক পঞ্চাশ।
অর্ধস্ফুট–বিণ. অস্পষ্ট; আধফোটা।
অর্ধাংশ [ ardhāṃśa ] বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক।
অর্ধাঙ্গ [ ardhāńga ] বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক।
অর্ধাঙ্গিনী [ ardhāńginī ] বি. (স্ত্রী.) স্ত্রী।
অর্ধার্ধ [ ardhārdha ] বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ।
অর্ধার্ধি–বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)।
অর্ধাশন [ ardhāśana ] বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)।
অর্ধাসন–বি. আসনের অর্ধেক।
অর্ধেক [ ardhēka ] বি. বিণ. অর্ধ-র অনুরূপ।
অর্ধেন্দু [ ardhēndu ] আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ।
অর্ধেন্দুশেখর [ ardhēnduśēkhara ] বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)।
অর্ধোচ্চারিত [ ardhōccārita ] বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত।
অর্ধোদয় [ ardhōdaỷa ] বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ।
অর্ধোদিত–বিণ. আংশিক উদিত।
Leave a Reply