অরি১ [ ari ] বি.
১. যে অনিষ্ট বা ক্ষতি করে; শত্রু;
২. শরীরের ছয়টি রিপু।
[সং. √ ঋ +ই]।
অরিজিত্–বি. বিণ. শত্রুকে যে জয় করেছে।
অরিন্দম–বিণ. বি. অরিকে অর্থাত্ শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী।
অরিমর্দ, অরিমর্দন–বিণ. শত্রুকে মর্দন বা দমন করে এমন।
অরি২ [ ari ] (-রিন্) বি. চাকা; চক্র; অর আছে যার।
[সং. অর + ইন্]।
Leave a Reply