অরণ্য [ araņya ] বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল।
[সং. √ ঋ + অন্য]।
অরণ্যকাণ্ড–বি. রামায়ণের তৃতীয় কাণ্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে।
অরণ্যচর, অরণ্যচারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য।
অরণ্যজাত–বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন।
অরণ্যবাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী।
অরণ্যষষ্ঠী–বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী।
অরণ্যসংকুল–বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)।
অরণ্যানী–বি. বিশাল বন, মহাবন।
অরণ্যে রোদন–নিস্ফল আবেদন।
Leave a Reply