অয়েল [ aỷēla ] বি. তেল।
[ইং. oil]।
অয়েল করা ক্রি. বি. ১. যন্ত্রাদি সচল রাখার জন্য তাতে তেল দেওয়া; ২. (ব্যঙ্গে) স্তাবকতা করা।
অয়েলক্লথ–বি. (সেচ. শিশুদের বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth.
অয়েলপেপার–বি. তেলা কাগজবিশেষ, oil paper.
অয়েলপেইন্টিং–বি. তৈলচিত্র, oil painting.
অয়েলিং–বি. (ব্যঙ্গে) তোয়াজ।
Leave a Reply