অম্লান [ amlāna ] বিণ.
১. স্নান হয়নি বা হয় না এমন; অমলিন (অম্লান কুসুম, অম্লান সৌন্দর্য);
২. প্রফুল্ল;
৩. কুন্ঠাহীন, দ্বিধাহীন (অম্লানমুখে মিথ্যা বলা)।
[সং. ন + ম্লান]।
অম্লানকুসুম–বি. যে ফুল মলিন হয় না বা হয়নি।
অম্লানবদনে, অম্লানমুখে–ক্রি-বিণ. নিঃসংকোচে।
Leave a Reply