অম্বু [ ambu ] বি. জল। [সং. অম্ব + উ]।
অম্বুজ বিণ. জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন।
বি. পদ্ম; শঙ্খ।
অম্বুজা–বি. স্ত্রী. ১. পদ্মিনী; ২. লক্ষ্মী।
অম্বুদ–বিণ. জল দেয় এমন।
বি. মেঘ।
অম্বুধি, অম্বুনিধি–বি. সমুদ্র।
অম্বুবাচি, অম্বুবাচী–বি. জ্যৈষ্ঠ সংক্রান্তির পর অর্থাত্ আষাঢ মাসে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে সূর্য যখন আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদ ভোগ করে সেই তিথি (এইসময় হিন্দু বিধবারা অগ্নিপক্ক অর্থাত্ আগুনে পাক-করা কোনো খাদ্য গ্রহন করে না)।
অম্বুবাসী (-সিন্)–বিণ. জলে বাস করে এমন, জলচর।
অম্বুবাহ, অম্বুবাহী (-হিন্)–বিণ. জল বহন করে এমন।
বি. মেঘ।
অম্বুবিম্ব–বি. জলের বুদবুদ।
Leave a Reply