অম্বা১ [ ambā১. ] বি. মাতা, মা।
[সং. অম্ব + অ + স্ত্রী + আ]।
অম্বা২, অম্বালিকা, অম্বিকা১ [ ambā, ambālikā, ambikā ] বি. ১. দুর্গা; ২. মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম।
[সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]।
অম্বিকা২ [ ambikā ] বি. ১. জননী; ২. দুর্গা।
[সং. অম্বা + (স্বার্থে) ক + আ]।
অম্বিকানাথ, অম্বিকাপতি–বি. শিব।
Leave a Reply