অমর [ amara ] বিণ. মরে না এমন, মৃত্যুহীন, চিরজীবী; অবিনশ্বর; অক্ষয়, চিরস্মরণীয় (অমর কীর্তি)।
বি. দেবতা।
[সং. ন + মর]।
অমরতা, অমরত্ব–বি. মৃত্যুহীনতা, চিরস্হায়িত্ব (‘লভিয়াছে অমরতা এ মর ধরায়’: নবীন)।
অমরধাম, অমরলোক–বি. ১. যেখানে মৃত্যু নেই, দেবলোক, স্বর্গ; ইন্দ্রপুরী; ২. পরলোক।
Leave a Reply