অভ্যাস [ abhyāsa ] বি.
১. সুষ্ঠুভাবে শিক্ষা করার জন্য বারংবার এবং ক্রমাগত চর্চা;
২. ক্রমাগত আচরণের ফলে প্রাপ্ত স্বভাব, যে আচরণ স্বভাবে পরিণত হয়।
[সং. অভি + √ অস্ + অ]।
অভ্যস্ত–বিণ. অভ্যাসের দ্বারা আয়ত্ত, বারবার করা হয় এমন, অভ্যাস আছে এমন (অভ্যস্ত বিদ্যা, অভ্যস্ত জীবন)।
অভ্যাসী (-সিন্)–বিণ. অভ্যাসকারী, বারংবার আচরণকরী।
অভ্যাসিত–বিণ. অভ্যস্ত, স্বভাবে পরিণত, অভ্যাসের দ্বারা রপ্ত বা আয়ত্ত।
Leave a Reply