অভীষ্ট [ abhīşţa ] বি.
১. আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা;
২. আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)।
বিণ. আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)।
[সং. অভি + ইষ্ট]।
অভীষ্টসিদ্ধি–বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ।
Leave a Reply