অভিষেক [ abhi-şēka ] বি.
১. রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্হাপনের অনুষ্ঠান;
২. মন্ত্রপূত তীর্থজলে স্নান করানো;
৩. রাজপদে বরণ বা স্হাপন, coronation;
৪. অবগাহন, স্নান;
৫. (আল.) কোনো মহত্ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা কাজের আরম্ভ।
[সং. অভি + √ সিচ্ + অ]।
অভিষিক্ত–বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত।
অভিষেচন–বি. ভালোরকমে সিক্ত করা; অভিষেক।
Leave a Reply