অভিযোজন [ abhi-yōjana ] বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation.
[সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]।
অভিযোজিত–বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন।
অভিযোজ্য–বিণ. অভিযোজনের যোগ্য।
অভিযোজ্যতা–বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা।
Leave a Reply