অভিব্যক্তি [ abhi-byakti ] বি.
১. প্রকাশ, expression (দুঃখের অভিব্যক্তি, ভাবের অভিব্যক্তি);
২. ক্রমবিকাশ; জীবের ক্রমবিকাশের ফলে নতুন জাতির জীবের উত্পত্তি, evolution (বি. প.)।
[সং. অভি + বি + √ অঞ্জ্ + তি]।
অভিব্যক্ত–বিণ. প্রকাশিত; বিকাশ লাভ করেছে এমন।
অভিব্যক্তিবাদ–বি. জীবের ক্রমবিকাশসম্বন্ধীয় মতবাদ, theory of evolution.
Leave a Reply