অভিগম, অভিগমন [ abhi-gama, abhi-gamana ] বি.
১. অভিমুখে গমন, কোনো কিছুর দিকে যাওয়া;
২. যৌন সম্ভোগ;
৩. প্রত্যুদ্গমন;
৪. প্রাপ্তি;
৫. আশ্রয়।
[সং. অভি + √ গম্ + অ, অন]।
বিণ. অভিগত।
অভিগম্য–বিণ. যৌনসম্ভোগ করা যায় এমন; অভিমুখে বা কোনোকিছুর দিকে যাওয়া যায় এমন।
অভিগামী (-মিন্)–বিণ. অভিমুখে যায় এমন, অভিমুখে গমনকারী।
স্ত্রী. অভিগামিনী।
Leave a Reply