অবেক্ষণ, অবেক্ষা [ abēkşaņa, abēkşā ] বি.
১. দেখাশুনা (রক্ষণাবেক্ষণ);
২. পরিদর্শন, inspection;
২. পর্যবেক্ষণ;
৪. অনুসন্ধান;
৫. পর্যালোচনা, supervision.
[সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]।
অবেক্ষক–বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক।
অবেক্ষণীয়–বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য।
অবেক্ষমাণ–বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন।
স্ত্রী. অবেক্ষমাণা।
অবেক্ষাধীন–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন।
অবেক্ষিত–বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন।
অবেক্ষ্যমাণ–বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন।
Leave a Reply