অবহার১ [ aba-hāra1 ] বি.
১. যুদ্ধবিরতি, armistice;
২. অন্যত্র অপসারণ;
৩. সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে শিবিরে আনা;
৪. ধর্মান্তর গ্রহণ।
[সং. অব + √ হৃ + অ]।
অবহার২ [ abahāra2 ] বি. নির্দিষ্ট মূল্য থেকে বাদ-দেওয়া অংশ, বাটা; ছাড়, discount (স. প.)।
[সং. অব + √ হৃ + অ]।
Leave a Reply