আমার বুকের মধ্যে থইথই বিরহ থইথই স্রোত
থইথই বৃষ্টি
কৈলাশ গিরিতে যক্ষের মাথার পরে থই থই মেঘ
আমার বুকের মধ্যে থই থই দুঃখ বিষাদ
আমার ধান ডুবে গেছে আমার জমিতে থইথই বর্ষা
আমার ঘরের চালে থইথই স্রোত যেখানে মাছ চলত না
সেখানে মাছ সাঁতার দিচ্ছে আমি এখন কী করি
আষাঢ়স্য প্রথম দিবসে মেঘদূত উড়ে যাচ্ছিল
থইথই আকাশ দিয়ে থইথই আকাশ দিয়ে
যেদিকে তাকাই সেদিকেই দেখি থইথই করছে সাদা
আমার বুকের মধ্যে থইথই যক্ষের বিরহ
পানি বাড়ছে সব দিক ডুবে যাচ্ছে থইথই পানিতে
আর মনে হয় টিকে থাকতে পারব না কোথাও ডাঙা নেই
আমাকে সরিয়ে নিয়ে যাবে কে কোথাও
ডাঙা থাকলে সেখানে
আমার বুকের মধ্যেথই থই আতঙ্ক থইথই আতঙ্ক
তবু এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়
এদিকে সাদা থইথই ফুটে উঠেছে আনন্দ কদম কেয়া…
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০২, ২০১০
Leave a Reply