সবুজ নদী তোমার বাতাস আমাকে
টানছে নেশার মতন
আর যে পাখি ডাকছে একটানা
তার কণ্ঠে উপচে উঠছে আমার গান
আমার জীবন
আমার আরাধ্য তুমি
আমার প্রকৃতি
এই ঘন বন আমাকে টানছে
নেশার মতন
ভটভটি ডাকছে বলে কাছে আয়
নদীর এ নির্ভরতা
বনের এ আকুলতা
পাখিদের গান
আমি চোখ বুজে
কান পেতে মন দিয়ে
বুঝতে চাই
মিশে যেতে চাই
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০২, ২০১০
Leave a Reply