অপান [ apāna ] বি.
১. অধোবায়ু; নিম্নগামী বায়ু; বাতকর্ম;
২. মলদ্বার, পায়ু, anus;
৩. বহির্মুখী বা নিঃসৃত বায়ু, নিশ্বাস।
৪. নাভির নীচ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত যে প্রাণ কার্যশীল থাকে, তাকে অপান বলা হয়। (সূত্রঃ ‘প্রাণায়াম রহস্য’ – স্বামী রামদেব)
[সং. অপ + √ অন্ + অ]।
অপান বায়ূ–বি. পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম।
Leave a Reply