যাদের ঐ অনেক আছে
তুমি তাদের গাও যে গান।
যারা কভু চায়নি তোমায়
তুমি তাদের ভগবান।।
মরুও হয় যে সবুজ
পাষাণেও ফোটে ফুল
এত যে ডাকি তোমায়
বল না সেকি ভুল?
তবুও টলেনা তো বজ্র কঠিন তোমার প্রাণ।।
সুখ-দুঃখে থাকি তবুও তো আছি
তোমার পায়ের ধূলি নিয়ে যেন বাঁচি।
তুমি কি এতই নিঠুর
ভাঙ্গো শুধু গড়ে হায়
কেন গো ব্যথা দিয়ে
যাও তুমি স’রে হায়
আমাদের সুরের মাঝে
বাজাও কেন অবসান।।
————-
শিল্পী : সাবিত্রী ঘোষ
সুর : অনুপম ঘটক
Leave a Reply